চাকা

চাকা

সূর্য গিয়েছে দীপান্তরে-নির্বাসনে। মাতাল অন্ধকারে হারাই দ্রুত উদ্ভিজ্জ অক্সিজেন। নক্ষত্রহীন বিষাক্ত ধোয়ায় মৃত্যুগন্ধী নিরবতা। নবান্নহীন…
হাসপাতাল

হাসপাতাল

তোমার ভেতর যেন একটা হাসপাতাল আছে। সদা শুশ্রূষাকেন্দ্র। শাদা এপ্র্যনে তোমার ব্যস্ততা আমাকে প্রাক্তন ব্যাধীর…
কেউ ফেরে না

কেউ ফেরে না

যদি ফিরে যাই, নেবে কি আমায়? মেঘের মাতৃত্বে সহসা পতনের আভাস দূরে সোঁদা ঘ্রাণ, হাওয়ার…
অবৈধ অশ্বারোহী

অবৈধ অশ্বারোহী

সকালের সোনালি রোদ্দুর চুমু আঁকে যখন দেখেছি তোমার সলাজ আরক্ত গাল ঝিলমিল। ভেজা পথে পৌঁছানো যতটা কষ্টকর, সুখের অলৌকিক আবেশটা তার চেয়ে বেশি আন্দোলিত। তোমার তটরেখা বিলীন দূর আলোর দিগন্তে…
অস্ত

অস্ত

সেহেরিতে উঠে আমি চেঁচিয়ে কথা বলতাম। চাইতাম সে স্বর তোমার অব্দি পৌঁছাক। তুমি জোরে জোরে…