বিরল বিবর্তন

কত ঘনমিটার কুয়াশা জমা হয়েছে বছরের চোখে, ঘাসগুলোও কী অশ্রুসিক্ত, ভোরের আলোয় কতটাই বা মুছে গেল গ্লানি? কুকুরজীবনের উল্লাসজুরে তবু সহস্র আতসবাজি, পটকা ফোটানো উৎসব বৈষম্যের আলোকবর্ষদীর্ঘ দেয়ালজুরে! 

রাষ্ট্রীয়, সামরিক সাঁজোয়ায় পিষ্ট বেসামরিক লোক মাল্যদানে উৎসুক তবু! কানগুলো বন্ধ- আকস্মিক ভূমিকম্পে বন্ধ হয়ে যাওয়া গুহামুখের মত। স্মৃতিগুলো ইরেজার ঘসা কাগজের মত। 

জানি ভাগ্য কিংবা দূর্ভাগ্য- সবটাই কপি-পেস্ট। তবু চাই হাত ফুঁড়ে এবারই বের হোক তীব্র আলোকশিখা, ঘটে যাক এক বিরল বিবর্তন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *